পুরনো চেহারায় বিজিসি ট্রাস্ট ভার্সিটি ক্যাম্পাস

| সোমবার , ১৮ অক্টোবর, ২০২১ at ৮:১৪ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সশরীরে শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। গতকাল রবিবার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন । এ সময় ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরিমাপ, হ্যান্ড স্যানিটাইজিং ও মাস্ক পরিধান নিশ্চিতকরণ সহ বিবিধ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করানো হয়। এতে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব, ট্রেজারার আ.ন.ম ইউছুফ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন প্রফেসর এবিএম আবু নোমান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মো. সরওয়ার উদ্দীন, এমবিএ কো-অর্ডিনেটর মো. কামাল উদ্দীন, আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আকতার, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার এবং বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী । প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসওএস শিশু পল্লীতে স্কুল ব্যাগ বিতরণ
পরবর্তী নিবন্ধআমরা একুশ চবির সভা