পুরনো ঐতিহ্য লোকজ খেলাগুলো পুনরুদ্ধার করতে হবে

| রবিবার , ৪ আগস্ট, ২০২৪ at ৬:৫০ পূর্বাহ্ণ

লোকজ খেলা বা গ্রাম্য খেলা আমাদের শেকড় ঐতিহ্যের একটি উল্লেখযোগ্য ধারা। এসব খেলাধুলার মধ্যে রয়েছে হাডুডু, কাবাডি, দাড়িয়াবান্ধা, গোল্লাছুট, বউছি, কানামাছি, লাঠিয়েল, কুস্তি, লুকোচুরি, এক্কা দোক্কা, ডাংগুলি, ষোলকাটি, মার্বেল, মলদাইর, লুডু ইত্যাদি। পড়ন্ত বিকালে গ্রাম্য মাঠঘাট বাড়ির আঙ্গিনা জুড়ে জমে উঠতো এসব গ্রাম্য খেলা বা লোকজ খেলার বাহারি আয়োজন। কিন্তু কালের স্রোতে অনলাইন জগতের সময়ের সাথে সাথে অনেকটাই ম্লান হয়ে গেছে এসব দেশজ খেলার খেলাধুলার জৌলুস। খেলার জায়গা কমে আসছে, পতিত জায়গাও আবাদ হচ্ছে এমনকি বাড়িঘরেও খালি জায়গাটুকু নেই যে, সেখানে এসব লোকজ বা গ্রাম্য খেলার আসর জমে উঠবে। ভবিষ্যৎ প্রজন্ম অনলাইন গেইম আর মোবাইল জগতের ভিড়ে হয়তো একদিন একেবারেই ভূলে যাবে এসব লোকজ খেলা বা গ্রাম্য খেলার নাম ধাম। অথচ অতিরিক্ত মোবাইল আসক্তি কিংবা অনলাইন গেইম ব্যবহারে মস্তিষ্কের যে কী ক্ষতি করে হয়তো আমাদের বোধগম্য নয়। শহর কিংবা গ্রামের কোন ছেলেকে লোকজ বা গ্রাম্য খেলা সম্পর্কে জিজ্ঞেস করলে হয়তো বলতেও পারবে না। গ্রাম্য খেলা বা লোকজ খেলা কী? অথচ লোকজ খেলা বা গ্রাম্য খেলা আমাদের অনেক পুরনো ঐতিহ্য। পারিবারিক মেলবন্ধনের একটি প্রধান অনুষঙ্গ। অতএব গ্রাম্য খেলা বা লোকজ খেলা সহ এসব খেলাগুলোকে বাঁচিয়ে রাখতে প্রশাসনের কাছে আকুল আবেদন করছি।

কাযী মুহাম্মদ রোকনুজ্জামান,

কোর্ট হিল, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধহান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন : রূপকথার জাদুকর
পরবর্তী নিবন্ধঅধিকার মানে অন্ন