পুনাক সমাজের সাধারণ মানুষের জন্য কাজ করছে

চট্টগ্রামে শো-রুম পরিদর্শনে পুনাক সভানেত্রী

| সোমবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে শো-রুম পরিদর্শনে পুনাক সভানেত্রী

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বলেছেন, পুনাক সমাজের সাধারণ মানুষের জন্য কাজ করছে। সমপ্রতি আমরা চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চল নাচোলে সাঁওতাল জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ এবং তাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেছি। এভাবে দেশের বিভিন্ন স্থানে আমাদের কার্যক্রমকে ছড়িয়ে দিতে চাই। তিনি পুনাককর্মীদের উৎপাদিত পণ্যের প্রশংসা করেন এবং এর গুণগতমান ধরে রাখার আহ্বান জানান। গতকাল রোববার সকালে চট্টগ্রামে পুনাক শো রুম এবং পুনাককর্মীদের কাজ পরিদর্শন শেষে সিএমপি পুনাক কার্যনির্বাহী কমিটি এবং কর্মীদের সাথে আলোচনাকালে এসব কথা বলেন ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। এ সময় সিএমপি পুনাক সভানেত্রী রীতা দাস, সহসভানেত্রী রুবি ইয়াসমিন ও মেহতাজ শিল্প, সাধারণ সম্পাদিকা ও তথ্য প্রচার সম্পাদিকা ইসমত আরা শিমু, কোষাধ্যক্ষ মুনমুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিমামার সাধারণ সভা
পরবর্তী নিবন্ধফেন্সিডিল ও বিদেশি মদসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার