পুনর্বাসন ছাড়া ফিশারি ঘাট মাছ বাজার উচ্ছেদ নয়

মানববন্ধনে বক্তারা

আজাদী প্রতিবেদন | শনিবার , ২২ মার্চ, ২০২৫ at ৯:২০ পূর্বাহ্ণ

নগরীর ফিসারিঘাটে গড়ে উঠা দেশের অত্যাধুনিক ফিশ ল্যান্ডিং সেন্টার উচ্ছেদের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির সদস্যরা। গতকাল শুক্রবার সকালে সোনালী মৎস্য শিল্প সমবায় সমিতির সভাপতি মো: আলী সওদাগরের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সহসভাপতি নূর হোসেন সওদাগর, এনামুল হক সওদাগর, কুতুবউদ্দিন সওদাগর, আব্দুর শক্কুর সওদাগর, সৈয়দ নূর সওদাগর। এই সময় বক্তারা বলেন, মৎস্য শিল্পের সাথে ব্যবসায়ী ও শ্রমিকদের পুনর্বাসন ছাড়া এই মাছ বাজার উচ্ছেদ করলে প্রায় ৫০ হাজার শ্রমিক এবং ২২ হাজার মৎস্য আহরণকারী বেকার হয়ে যাবেন। যা দেশের অর্থনীতিতে বড় প্রভাব পড়বে। কর্ণফুলী তীর ঘেঁষে শিপ ইয়ার্ড, বরফ কল মেরিনার্স পার্ক গড়ে উঠলেও এ বিষয়ে ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। শুধু চট্টগ্রাম নয় সারাদেশের সবচেয়ে বড় এই মাছ বাজার উচ্ছেদ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বক্তারা বলেন, পৃথিবীর সব দেশে মাছের পাইকারি বাজার নদীর তীরে অবস্থিত। এর আগে দুপুরে জুলাইআগস্টে নিহত চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম এবং তানভীর সহ জুলাই বিপ্লবে নিহত সকল শহীদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিমের পিতা শফি আলম এবং সোনালী যান্ত্রিক মৎস্য সীমিতির সদস্য শহীদ তানভীরের পিতা বাদশাসহ আহত পরিবারের সদস্যরা। পরে জুলাই বিপ্লবে আহত ও নিহতদের পরিবার এবং সমিতির সদস্য সুবিধাবঞ্চিত মৎস্যজীবীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধএলাকা ময়লার ভাগাড়ে আগুন ধোঁয়ায় দূষণ পরিবেশ
পরবর্তী নিবন্ধন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হলে সন্ত্রাস ও দুর্নীতি কমে যাবে