শীতের মৌসুমে চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত–বিপন্ন–ঝুঁকিতে থাকা–পথ শিশুদের নিয়ে সপ্তাহব্যাপী নানা আয়োজনে বাঙালিয়ানায় পিঠাপুলি উৎসব, শিশু বরণ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, দেয়ালিকা উন্মোচন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও নিবাসী শিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বৃক্ষরোপণ কর্মসূচি, শিশুদের তৈরিকৃত ‘আলোকবর্তিকা’ শিরোনামে দেয়ালিকার ৮ম সংখ্যা উন্মোচন করেন। এরপরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা বালিকা শাখার সমাপনী ম্যাচ উপভোগ করেন। এরপর বেলুন ও পায়রা উড্ডয়নের মধ্যেদিয়ে বাঙালিয়ানায় পিঠাপুলি অনুষ্ঠানের সূচনা করেন জেলা প্রশাসক। এরপর পিঠাশালা পরিদর্শন করেন। নতুন বছরের শুরুতে শীতের মৌসুমে কেন্দ্রের উন্মুক্ত মাঠে বাঙালিয়ানার এই পসরায় ঠাঁই পেয়েছে হরেক রকম পিঠা।
তৃতীয় পর্বে কেন্দ্রের মাঠ প্রাঙ্গনে মহামায়া লেক মঞ্চে শিশু বরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের পরিচালনায় হাটহাজারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সাদমান সহিদ, সুব্রত হাওলাদার, রুমানা পারভীন তানিয়া এবং ফারজানা রহমান মীম, উপজেলা সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রোজিনা রহমান, উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার লতিকা সিদ্দিকা, উপজেলা একাডেমী সুপারভাইজার মো. মুসলিম উদ্দিন, ফরহাদাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শফিউল আজম এবং ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আলী আকবর, ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুল আলম, ফরহাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান প্রমুখ।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আমাদেরই প্রতিষ্ঠান। এই শিশুরা নতুন বাংলাদেশের ভবিষৎ কর্ণধার। তিনি হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও চট্টগ্রাম জেলা প্রশাসনের সকল কর্মকর্তাকে কেন্দ্রের যে কোনো ধরনের সহযোগিতার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়ার বিষয়ে নিদের্শনা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।