পুনঃভোট দাবি দুই প্রার্থীর

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৮ এপ্রিল, ২০২৩ at ৫:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৮ আসনের উপনির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি উল্লেখ করে পুনঃভোটের দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী স উ ম আবদুস সামাদ (মোমবাতি) এবং ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী কামাল পাশা (আম)। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বোয়ালখালীর গোমদন্ডির এক রেস্তোঁরায় সংবাদ সম্মেলন করে আবদুস সামাদ এবং কামাল পাশা পৃথক সংবাদ সম্মেলনে এই দাবি জানান। ইসলামী ফ্রন্টের প্রার্থী স উ ম আবদুস সামাদ সাংবাদিকদের বলেন, ভোট শুরু হওয়ার পর থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে ছয়টি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু কোনো সুরাহা তিনি করেননি। রিটার্নিং কর্মকর্তা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। নির্বাচনী কার্যক্রমকে কলুষিত করেছেন। আমরা নির্বাচনের ফলাফল স্থগিত করে পুনরায় নির্বাচন দাবি করছি। সরকার এ নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যথেষ্ট আন্তরিক ছিল। কিন্তু সেটা হয়নি।

আবদুস সামাদ বলেন, কিছু নেতা এবং জনপ্রতিনিধি নির্বাচনী ব্যবস্থাকে ধুলিস্যাত করে দিয়েছেন। সরকারের সদিচ্ছা থাকলেও তাদের কারণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ছিল না। তারা ইভিএমের বাটন টিপে দিয়েছে। আমাদের এজেন্টদের বের করে দিয়েছে।

মোমবাতি প্রতীকের এই প্রার্থী বলেন, শহরের কেন্দ্রে ভোট পড়েছে ২ থেকে ৩ শতাংশ। বোয়ালখালীতে বড়জোড় ৫ থেকে ৭ শতাংশ ভোট পড়েছে। এর বেশি যদি ভোট দেখানো হয় তাহলে ইভিএম ব্যবস্থার কারসাজিতে হবে। তিনি আরও বলেন, সর্বোচ্চ ১০ শতাংশ কেন্দ্রে সুষ্ঠু ভোট হয়েছে প্রিসাইডিং কর্মকর্তাদের কারণে। এ জন্য তাদের ধন্যবাদ জানাই। আমরা এই ভোটের ফল স্থগিত করার দাবি জানাচ্ছি।

এদিকে, আম প্রতীকের এনপিপির প্রার্থী কামাল পাশা বলেন, প্রতিটি কেন্দ্রে দেখা গেছে, আওয়ামী লীগের একজন দাঁড়িয়ে থেকে বাটন টিপে দিয়েছেন। এটা নির্বাচন পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা এই নির্বাচন বাতিলের দাবি জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধগরমে রেল লাইন বেঁকে বগি লাইনচ্যুত
পরবর্তী নিবন্ধজোর করে বিয়ে ঠিক করায় স্কুলছাত্রীর আত্মহত্যা