পুত্র সন্তানের মা হলেন শারাপোভা

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৭ জুলাই, ২০২২ at ১০:৪৭ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো মা হলেন মারিয়া শরোপোভা। পুত্র সন্তানের জন্ম দিলেন টেনিসের গ্ল্যামার গার্ল। শারাপোভা ও তার স্বামী আলেকজান্ডার জিলকেস সোশ্যাল মিডিয়ায় জানান এই খুশির খবর। শারাপোভা জানান, গত ১লা জুলাই জন্ম হয় তাদের পুত্র সন্তানের। মাশা তার সন্তানের নাম রেখেছে থিওডর। গত এপ্রিলেই নিজের ৩৫তম জন্মদিনে মা হতে যাওয়ার খবর দিয়েছিলেন শারাপোভা। ইন্সটাগ্রামে থিওডর ও তার বাবা ব্রিটিশ ব্যবসায়ী অ্যালেক্সান্ডার জিলকেসের সঙ্গে ছবি আপলোড করে শারাপোভা লিখেছেন, ‘থিওডর-আমাদের ছোট্ট পরিবারের জন্য সবচেয়ে সুন্দর ও অমূল্য উপহার।’

২০২০ সালের ডিসেম্বরে ব্যবসায়ী জিলকেসের সঙ্গে শারাপোভার বাগদানের খবর জানা যায়। ৩ লাখ পাউন্ড দামের আংটি পড়িয়ে বাগদান সেরেছিলেন জিলকেস। দুজনের সম্পর্ক বিষয়ে শারাপোভা একবার বলেছিলেন, ‘প্রথম সাক্ষাতেই আমি হ্যাঁ বলে দিয়েছিলাম।’ জিলকেসের আগে এনবিএ তারকা সাশা ভুয়াচিচ, গ্রিগর দিমিত্রভের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শারাপোভা।

শারাপোভার সঙ্গে গাঁটছডা বাঁধার আগে সাবেক স্ত্রী ফ্রাশন ডিজাইনার মিশা ননোর সঙ্গে ছাড়াছাড়ি হয় জিলকেসের। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন জিতে হইচই ফেলে দিয়েছিলেন শারাপোভা। তবে শুরুটা যত দ্যুতিময় ছিল বাকি ক্যারিয়ার ঠিক ততটা উজ্জ্বল রাখতে পারেননি রাশান টেনিস তারকা। বিশেষ করে ২০১৬ সালে ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হওয়ার পর পুরো ক্যারিয়ারেই বড় ধাক্কা লাগে তার। ২০২০ সালে অবসর নেওয়ার আগে সবমিলিয়ে পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন শারাপোভা।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগের ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধট্র্যাক থেকে বিদায় নিলেন ফেলিক্স