পুত্র সন্তানের মা হলেন ঈশানা

| বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:২৫ পূর্বাহ্ণ

শোবিজে আসার ১ দশক পর ২০১৯ সালে বিয়ে করেন ঈশানা খান। স্বামী সারিফ চৌধুরী পেশায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তিনি। সেখান থেকেই ভক্তদের মা হওয়ার সুখবর দিলেন এই অভিনেত্রী। খবর বাংলানিউজের।

জানা গেছে, গেল ৯ ফেব্রুয়ারি সিডনির এক হাসপাতালে তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। দুজনের শারীরিক অবস্থা ভালো বলে নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে ফেইসবুকে সন্তানের কিছু ছবিও শেয়ার করেছেন ঈশানা। এর ক্যাপশনে তিনি জানান, সন্তানের নাম রেখেছেন সায়েশান চৌধুরী। মা হওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, এটা এক অন্যরকম অনুভূতি। মনে হচ্ছে, আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী নারী।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে ঈশানা জানিয়েছিলেন, মা হতে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে নতুন বছর পরিবারে আসবে নতুন অতিথি।

২০০৯ সালে সুন্দরী প্রতিযোগিতা লাক্সচ্যানেল আই সুপারস্টারে অংশ নেন ঈশানা। সেখানে প্রথম রানারআপ হয়েছিলেন। এরপর বিজ্ঞাপন, নাটক, টেলিছবিতে কাজ করে তিনি পরিচিতি লাভ করেন।

পূর্ববর্তী নিবন্ধশুটিং থেকে ফিরেই অসুস্থ সুজাতা, হাসপাতালে ভর্তি
পরবর্তী নিবন্ধভালোবাসার দিনে ‘দরদ’