পুত্রকে ছুরিকাঘাতে হত্যা ঘাতক পিতা সিলেট থেকে গ্রেপ্তার

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৫:৫৭ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার মায়ানীতে পিতার হাতে পুত্র হত্যার ঘটনায় ঘাতক পিতা নুরুজ্জামান ও তার নতুন স্ত্রীকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব৭। গতকাল সোমবার সন্ধ্যায় রিপোর্ট লেখা পর্যন্ত র‌্যাবের টিম তাদেরকে নিয়ে সিলেট থেকে মীরসরাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ঘটনার ৪ দিনের মধ্যে অপরাধীকে ধরা হলো। ঘটনার পর থেকে প্রশাসন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসামিকে ধরতে ব্যাপক তৎপরতা চালায়। অবশেষে শাহেদ হত্যার প্রধান আসামি অভিযুক্ত পিতা নরুজ্জামান ও তার নতুন স্ত্রী আনোয়ারা বেগমকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আশা করা যাচ্ছে, মঙ্গলবার (আজ) গ্রেপ্তারদের মীরসরাই থানায় হস্তান্তর করার পর তাদের আদালতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধতিন দিনের কর্মসূচি জামায়াত ও ইসলামী আন্দোলনের
পরবর্তী নিবন্ধআসাদুজ্জামান নূরের চার ফ্ল্যাট ও জমি জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ