চন্দনাইশস্থ গাছবাড়িয়া সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর সাধারণ সম্পাদক ড. সুব্রত বরণ বড়ুয়ার শ্বশুর বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি–চট্টগ্রাম মহানগরের পৃষ্ঠপোষক পুতুল কান্তি বড়ুয়া গতকাল বৃহস্পতিবার পরলোকগমন করেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
বিকেল তিনটায় কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারে বিহারাধ্যক্ষ অধ্যাপক উপানন্দ মহাথেরোর সভাপতিত্বে প্রয়াতের কর্মজীবনের আলোকে শোকসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগগ্রসার কমপ্লেঙের মহাপরিচালক ভদন্ত সুমিত্তানন্দ থের। বিশেষ অতিথি ছিলেন ভদন্ত দেববংশ ভিক্ষু, তনহংকর ভিক্ষু। আজ শুক্রবার বিকেল ২ টায় রাঙ্গুনিয়া কদমতলী গ্রামে উনার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।