পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিতে ক্ষমতার ব্যবহার !

অনুসন্ধানে দুদক

| বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ at ৮:৪৩ পূর্বাহ্ণ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ক্ষমতার অপব্যবহার করে’ তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাইয়ে দিয়েছেন কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন গতকাল বুধবার সাংবাদিকদের বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়ার পর কমিশন তা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। খবর বিডিনিউজের।

দুদক কর্মকর্তা আক্তার হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে দক্ষিণপূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইচও এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। উক্ত অভিযোগের প্রাথমিক তথ্যাদি যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।

পূর্ববর্তী নিবন্ধতরুণদের অদম্য সাহস ও রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ
পরবর্তী নিবন্ধনগরীর ব্যাচেলর বাসায় যুবকের ঝুলন্ত লাশ