পুতিন শিগগিরই মরবেন, আশায় জেলেনস্কি

| শুক্রবার , ২৮ মার্চ, ২০২৫ at ৬:৩৩ পূর্বাহ্ণ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই মারা যাবেন, আর তা হলেই দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটবে বলে তিনি বিশ্বাস করেন। গত বুধবার ইউরোপিয়ান সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এ মত প্রকাশ করেছেন বলে গতকাল বৃহস্পতিবার কিইভ ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে। পুতিনের স্বাস্থ্য নিয়ে প্রায়ই নানান গুজব শোনা যায়, তার মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট এ কথা বললেন। সংঘাতের চলমান অবস্থা, তাছাড়া বিশ্বনেতাদের স্বাস্থ্যকে ঘিরে যে ধরনের সংবেদনশীলতা থাকে, তা বিবেচনায় নিলে জেলেনস্কির এই মন্তব্যকে বেশ সাহসীই বলতে হয়, বলছে এনডিটিভি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন সমপ্রতি একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা ও কৃষ্ণসাগরে যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে। এর বিনিময়ে ওয়াশিংটন বিশ্ব বাজারে রাশিয়ার প্রবেশাধিকার বাড়াতে সহায়তার আশ্বাস দিয়েছে। খবর বিডিনিউজের।

পুতিনকে এখনই বৈশ্বিক বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসতে আমেরিকা যেন সহায়তা না করে, তা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই বিপজ্জনক হবে বলে মনে করি আমি। সবচেয়ে বিপজ্জনক মুহূর্তগুলোর মধ্যে এটা অন্যতম, বলেন প্যারিস সফররত জেলেনস্কি। তার মতে, পুতিন আমৃত্যু ক্ষমতায় থাকার আশা করছেন। তার আকাঙ্ক্ষা কেবল ইউক্রেন ঘিরেই সীমাবদ্ধ নয়, পশ্চিমের সঙ্গে সরাসরি সংঘাতেও জড়িয়ে পড়তে পারেন তিনি। পুতিনকে চাপে রাখতে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জেলেনস্কি। রুশ নেতা ইউরোপআমেরিকার জোটকে ভয় পান, তাই তিনি জোটটিকে বিভক্ত করার আশায় আছেন, বলেছেন জেলেনস্কি। পুতিন তার নিজের মৃত্যুকেও ভয় পান মন্তব্য করে ইউক্রেনের এ প্রেসিডেন্ট বলেন, তিনি শিগগিরই মরবেন, এটাই সত্য, এবং এরপরই সব শেষ হবে।

যুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করে জেলেনস্কি বলেন, ওয়াশিংটন সংঘাতের ব্যাপারে রাশিয়ার যে দৃষ্টিভঙ্গি, তার দ্বারা প্রভাবিত হচ্ছে। আমরা এই দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত নই। আমরা নিজেদের জন্য লড়াই করছি, এসব দৃষ্টিভঙ্গি যেখানে হাজির হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে সেখানেও লড়ছি আমরা। কারণ, এ ছাড়া অন্য কোনো পথ নেই। আমরা যা করতে পারি তা হল আরও সত্য প্রকাশ করা। আমাদের নিজেদের উদাহারণ দিয়ে প্রমাণ করতে হবে যে আমরা যুদ্ধক্ষেত্রে লড়াই করছি, বলেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের মুখপাত্র নিহত
পরবর্তী নিবন্ধভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-র বিরুদ্ধে নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন কমিশনের