পুতিন একেবারে পাগল হয়ে গেছেন : ট্রাম্প

| মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ১১:০২ পূর্বাহ্ণ

গত কয়েকদিন ধরে ইউক্রেনে বড় ধরনের হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনে মস্কোর বিমান হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর খুশি নন। তিনি পুতিনকে নিয়ে এক প্রকার তিরস্কার করে বলেছেন, তার কী হয়েছে? সে অনেক মানুষকে হত্যা করছে। তিনি পুতিনকে একদম পাগল বলেও উল্লেখ করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এর আগে বলেছিলেন যে, রাশিয়ার সামপ্রতিক হামলার বিষয়ে ওয়াশিংটনের নীরবতা পুতিনকে উৎসাহিত করছে। মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞাসহ জোরালো চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি।

গত রোববার রাতে ইউক্রেনে রাশিয়া ৩৬৭টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর কমপক্ষে ১২ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করার পর এটা ছিল এক রাতে সর্বোচ্চ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা। সোমবার ভোরেও ইউক্রেনের বিভিন্ন স্থানে আবারও ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের হুমকির মুখে কানাডার পাশে রাজা চার্লস
পরবর্তী নিবন্ধবিশ্ব স্বাস্থ্য সংস্থায় পতাকা তোলার অধিকার পেল ফিলিস্তিন