পুতিনের বাসভবনে হামলার চেষ্টার অভিযোগ রাশিয়ার

ইউক্রেনের অস্বীকার

| বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

রাশিয়ার উত্তরাঞ্চলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেন ড্রোন হামলা চালানোর চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। খবর বিডিনিউজের।

সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই অভিযোগ করে বলেছেন, এর ফলে শান্তি আলোচনায় রাশিয়ার অবস্থান পুনর্মূল্যায়ন করা হবে। তবে ইউক্রেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, রোববার দিবাগত রাতে উত্তর রাশিয়ার নভগোরোদ অঞ্চলে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবনে হামলা চালাতে ৯১টি দূরপাল্লার ড্রোন পাঠায় ইউক্রেন। তবে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকটি ড্রোন ধ্বংস করেছে। এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানান ল্যাভরভ। ড্রোন হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে তিনি বলেন, এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে। রুশ সশস্ত্র বাহিনী ইতোমধ্যে পাল্টা হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই অভিযোগ প্রত্যাখ্যান করে একে মিথ্যা বলে বর্ণনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধতুরস্কে বন্দুক লড়াইয়ে ৬ আইএস জঙ্গি, ৩ পুলিশ কর্মকর্তা নিহত
পরবর্তী নিবন্ধপ্রথমবারের মতো ভেনেজুয়েলায় হামলা চালানোর কথা জানালেন ট্রাম্প