পুতিনের দুই মেয়ের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

| বৃহস্পতিবার , ৭ এপ্রিল, ২০২২ at ৬:০৬ পূর্বাহ্ণ

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছের বুচা শহরে ভয়াবহ নৃশংসতার ছবি সামনে আসার পর রাশিয়া এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সিএনএন জানায়, গতকাল বুধবার ঘোষিত এই নিষেধাজ্ঞার কবলে পড়েছে রুশ প্রেসিডেন্ট পুতিনের দুই প্রাপ্তবয়স্ক মেয়েসহ দুটি বৃহত্তম ব্যাংক, কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এমনকি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স্ত্রী এবং মেয়েও। খবর বিডিনিউজের।
ঊর্ধ্বতন এক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, আজ আমরা রাশিয়ার বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান সার্বব্যাংক এবং বৃহত্তম প্রাইভেট আলফা ব্যাংকের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা দিয়ে নাটকীয়ভাবে র্অর্থনৈতিক চাপ বাড়াচ্ছি।
অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞার প্রসঙ্গে এই কর্মকর্তা বলেন, পুতিন তার কিছু সম্পদ এই মেয়েদের নামে লুকিয়ে রেখেছেন, এমন বিশ্বাস থেকেই যুক্তরাষ্ট্র তাদেরকে নিষেধাজ্ঞার নিশানা করেছে।
তবে পুতিন তার কোন সম্পদ দুই মেয়ে মারিয়া পুতিনা ও ক্যাটেরিনা তিকোনোভার নামে লুকিয়ে রেখেছেন সে ব্যাপারে বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেন, রুশ এলিটদের মধ্যে এই চর্চা আছে। পুতিন, তার সহযোগীদের অনেকে এবং ধনকুবেররা তাদের সম্পদ লুকান।
পরিবারের সদস্যদের দিয়ে তাদের এই সম্পত্তি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থায়ই কেবল নয়, বিশ্বের অন্যান্য অনেক দেশেই লুকানো থাকে জানিয়ে প্রশাসনিক এই কর্মকর্তা বলেন, একারণেই সমন্বিতভাবে তাদের সম্পত্তি এবং বিলাসবহুল সব জিনিস জব্দ করার চেষ্টা করা হয়েছে। আমরা সবাই একযোগে ব্যবস্থা নেওয়াটা এজন্যই গুরুত্বপূর্ণ।
নতুন নিষেধাজ্ঞা ঘোষণার আগে মঙ্গলবারেই সিএনএন জানিয়েছিল, জি-৭ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত দেশগুলোর সঙ্গে সমন্বিতভাবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা আসতে চলেছে।

পূর্ববর্তী নিবন্ধসড়কে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার