যুক্তরাষ্ট্রে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানাতে আয়োজনের কমতি রাখেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিডিনিউজের।
যেভাবে তিনি পুতিনকে বরণ করে নিয়েছেন, তার সঙ্গে যুক্তরাষ্ট্রে অন্য বিশ্বনেতাদের অভ্যর্থনার তুলনা করলে খালি চোখেই বিরাট ফারাক ধরা পড়বে, যা তার মিত্রদের জন্য খানিকটা অস্বস্তিজনকও। দুই নেতা ২০১৮ সালের পর প্রথমবার একে অপরের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসলেন, যেখানে আন্তরিকতার উষ্ণ প্রকাশ ছিল চোখে পড়ার মতো। নিজেকে সেরা চুক্তিকারী বলতে পছন্দ করা ট্রাম্প এদিন অতিথির জন্য আলাস্কার বিমান ঘাঁটিতে লাল গালিচা বিছিয়েছেন, যার মাধ্যমে রাশিয়ার শীর্ষ নেতা ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা অভিযান শুরুর পর প্রথম কোনো পশ্চিমা দেশে পা রাখলেন, লিখেছে এনডিটিভি।
আলাস্কায় আগেই পৌঁছে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট টারমাকে দাঁড়িয়ে রুশ বন্ধু পুতিনের জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করেন। পুতিন এগিয়ে আসা পর্যন্ত তিনি করতালি অব্যাহত রাখেন এবং পরে উষ্ণ করমর্দনে রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানান, এরপর দুই প্রেসিডেন্ট সহাস্যে একে অপরের সঙ্গে অভিবাদন বিনিময় করেন। এসবের কিছুই ইউক্রেইনের জন্য আশাব্যঞ্জক নয়, শান্তির পথ সুগমে ট্রাম্পের দিকে চেয়ে থাকা দেশটিতে পুতিনের সফরের অন্য ধরনের একটি ছবি ভাইরাল হয়েছে। ওই ছবিতে দেখা যাচ্ছে আলাস্কায় নামা পুতিনের বিমানের সিঁড়ির শেষ প্রান্তে হাঁটু গেড়ে বসে আছেন কয়েকজন মার্কিন সেনা। মনে হচ্ছে, তারা পুতিনের জন্য বিছানো লাল গালিচা ঠিকঠাক করছেন। এমন ছবি অনেক ইউক্রেনীয়র কাছে চক্ষুশূল হওয়ারই কথা। এদেরই একজন দেশটির পুনর্গঠন ও অবকাঠামো উন্নয়ন সংস্থার সাবেক প্রধান মুস্তাফা নাইম। ছবিটি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, মেইক নিলিং গ্রেট অ্যাগেইন (হাঁটু গেড়ে বসাকে ফের মহান বানাই)।