পুতিনকে ঘনিষ্ঠ সহচর বললেন উত্তর কোরিয়ার নেতা কিম

| বুধবার , ৯ অক্টোবর, ২০২৪ at ৬:৪২ পূর্বাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বার্তায় পুতিনকে সবচেয়ে ঘনিষ্ঠ সহচর বলে দুজনের সম্পর্কের গভীরতা ব্যক্ত করেছেন কিম। খবর বিডিনিউজের।

বিবিসি জানায়, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। এতে অবশ্য পশ্চিমারা উদ্বিগ্ন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে ইয়োনহাপ নিউজ জানিয়েছে, দুই দেশের সম্পর্কের প্রশংসা করে কিম বলেছেন, গত জুনে পুতিনের পিয়ংইয়ং সফরের পর থেকে সম্পর্ক অপরাজেয় ও চিরন্তন হয়ে উঠেছে। তিনি বলেন, আমাদের মধ্যে বৈঠক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কউত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ডিপিআরকেরাশিয়া বন্ধুত্বের ভিত্তি আরও দৃঢ় করতে সম্পর্ক ইতিবাচক অবদান রাখবে।

উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সম্পর্ক কয়েক দশকের পুরনো। স্ট্যালিন এবং কিমের বর্তমান দাদা কিম ইলসাংয়ের সময় থেকে সম্পর্ক চলে আসছে। সোভিয়েত ইউনিয়ন উত্তর কোরিয়ার শুরুর দিনগুলোতে অস্ত্র ও প্রযুক্তি দিয়ে সহায়তা করেছিল।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১১.৩২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধসস্তা হোটেলে বসে নোবেল জয়ের খবর পেলেন এআই গডফাদার