লোহাগাড়ার পুটিবিলায় ডাম্প ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ির চালকরা আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের পুটিবিলা উচ্চ বিদ্যালয় গেইট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ইউনিয়নের হাজি রাস্তা এলাকার আক্তার হোসেনের পুত্র ডাম্প ট্রাক চালক মো. ওসমান (২২) ও চকরিয়ার উত্তর হারবাং বিন্দাবন পাড়ার আমির হোসেনের পুত্র পিকআপ চালক আকতার হোসেন (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বটতলী স্টেশনমুখী ডিম বোঝাই পিকআপ গাড়ির সঙ্গে বিপরীতমুখী বেপরোয়া গতির ডাম্প ট্রাকের সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে প্রেরণ করেন। লোহাগাড়া থানার এসআই আবদুল হক বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।