পুজামণ্ডপে বাজির আগুনে দগ্ধ কিশোরের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৩০ অক্টোবর, ২০২৩ at ৯:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুজামণ্ডপে পটকা বাজির আগুনে দগ্ধ হয়ে আহত কিশোর রুদ্র বণিক অভির (১৪) মারা গেছে। গতকাল রোববার সকালে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় সে। অভি উপজেলার কোদালা ইউনিয়নের বণিক পাড়ার রুপন বণিকের ছেলে ও চট্টগ্রাম নগরীর কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র। আগুনে দগ্ধ আহত সুজয় ধর (১৭) নামে আপর এক তরুণ ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার স্বজন দিগন্ত ধর। নিহত রুদ্রর স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, দুর্গাপূজার অষ্টমীর দিন ২২ অক্টোবর রাতে কোদালা বণিকপাড়া দুর্গামণ্ডপের সামনে রুদ্র ও সুজয়সহ কয়েকজন শিশু গায়ে রঙ মেখে খেলছিল। হঠাৎ এক যুবক পটকাবাজি নিয়ে মণ্ডপে ঢুকে বাজি ফুটাতে থাকে। হঠাৎ বাজি থেকে আগুনের ফুলকি দুজনের শরীরে এসে পড়লো। মুহুর্তের মধ্যে আগুন ধরে যায় দুজনের শরীরে। পরে তাদের শরীর থেকে আগুন নিভিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। গুরুতর হওয়ায় পরেরদিন ২৩ অক্টোবর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয় তাদের। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুদ্র মারা যায়। একই হাসপাতালে চিকিৎসাধীন সুজয় ধর নিহত রুদ্র বণিকের চাচা বলে জানা যায়। এদিকে রুদ্র বণিক অভির এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, পরিবারে চলছে শোকের মাতম।

পূর্ববর্তী নিবন্ধনিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল এলপিজি গ্যাস ভর্তি ট্রাক
পরবর্তী নিবন্ধপরলোকে শিক্ষক নেতা প্রদীপ কুমার কানুনগো