হাটহাজারীতে নুর উদ্দিন (৫০) নামের এ ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলায় ধলই ইউনিয়নের ২ নং ওয়ার্ড থেকে লাশটি উদ্ধার করা হয়। নুর উদ্দিন ওই এলাকার আবদুল লতিফের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য খোকন চৌধুরী গণমাধ্যমকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এক ছেলে ও এক কন্যা সন্তানের পিতা নিহত নুর উদ্দিন দীর্ঘদিন ধরে মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। ঘটনার দিন বিকালে স্থানীয়রা উল্লেখিত এলাকার কদল মহল চৌধুরী বাড়ির নুর উদ্দিনকে তার বাড়ির পেছনে পুকুর পাড়ের একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।