পুকুর-জলাশয়ের এক ইঞ্চিও দখল করা যাবে না : সুজন

| বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর, ২০২০ at ৫:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, নগরীর যে সকল পুকুর, জলাশয় দীঘি ভরাট করা হয়েছে সেগুলো পুনরুদ্ধার করা হবে এবং কাউকে পুকুর জলাশয়ের এক ইঞ্চি অংশ দখল করতে দেয়া হবে না।
তিনি গতকাল বুধবার ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে নুরুল ইসলাম মাতৃসদন হাসপাতাল মিলনায়তনে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় একথা বলেন। তিনি হূঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা যত্রতত্র ময়লা আবর্জনার ভাগাড় বানাচ্ছেন এগুলো তাদের দিয়েই সরানো হবে। তিনি সভাস্থলে আসার সময় নগরীর দ্বিশতবর্ষী বলুয়ার দীঘি পরিদর্শনের কথা উল্লেখ করে বলেন, খাতুনগঞ্জ-কোরবানীগঞ্জের মানুষ আমার কাছে অভিযোগ করেছে দীঘিটির চারপাশের দোকানপাটসহ বিভিন্ন স্থাপনার কেউ কেউ আবর্জনা ফেলে ভরাট করে ফেলছে। আমি স্বচক্ষে এই দীঘির করুণ অবস্থা দেখে এসেছি। এর পানি দূষিত হয়ে গেছে। এই দীঘির বিশাল অংশ ইতোমেধ্যেই ভরাট করে বেদখল করা হয়েছে।
তিনি বলুয়ার দীঘি থেকে মিয়াখান নগর ব্রীজ এলাকায় পৌঁছালে ব্রীজের পাশে ময়লার বিশাল স্তূপ দেখে বিস্ময় প্রকাশ করে বলেন, কিছু দিন আগে এখানে পরিষ্কার করা হয়েছিলো। স্থানীয়রাই এখানে আবার ময়লার ভাগাড় তৈরী করেছে। এটা দায়িত্ব জ্ঞান হীনতার কদর্য চিত্র। আগামীকালই এগুলো পরিচ্ছন্ন বিভাগ পরিষ্কার করে দেবে। এরপর যদি আবার ময়লার স্তূপ দেখি তা স্থানীয়দের দিয়ে পরিষ্কার করা হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন চসিক অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, কাউন্সিলর প্রার্থী নুরুল আলম মিয়া, শাহিন আক্তার রোজি, ডাক্তার অঞ্জন কুমার দাশ, শফিউল আজম বাহার, মো. জানে আলম, মেজবাহ উদ্দিন আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২২ টন ঘোষণায় এক টন পণ্য রপ্তানির চেষ্টা
পরবর্তী নিবন্ধআল্লামা শফির মৃত্যু নিয়ে মামলা রাজনৈতিক চক্রান্ত : বাবুনগরী