পুকুরে লাফ দিয়েও রক্ষা পেল না আসামি

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ জুলাই, ২০২৫ at ৫:৩৩ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে পুকুরে লাফ দিয়েও শেষরক্ষা হয়নি নুরুল আবসার নিশু (৩২) নামে এক যুবকের। তাকে গ্রেপ্তারের পর পুলিশের উপর হামলার মামলার আসামি হিসেবে আদালতে পাঠিয়েছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার শিকলবাহা ইউনিয়নের কলেজবাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনীর একটি দল। এতে অংশ নেয় সেনাবাহিনী ও পুলিশ। গ্রেপ্তার নুরুল আবসার নিশু শিকলবাহা ৭ নম্বর ওয়ার্ডের মংগল মাঝির বাড়ির বাসিন্দা নুরুল ইসলাম প্রকাশ বইদ্যার পুত্র। সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ মে কর্ণফুলীর কলেজবাজারের জামালপাড়া এলাকায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম প্রধান আসামি ছিলেন নিশু। এছাড়াও তার বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। রবিবার রাতে যৌথ বাহিনী নিশুর অবস্থান নিশ্চিত হয়ে কলেজ বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ দেন নিশু। তবে সেখান থেকেই যৌথ বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, যৌথ বাহিনীর অভিযানে নিশুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত
পরবর্তী নিবন্ধআকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে বিমানঘাঁটি অত্যাবশ্যক : বিমানবাহিনী