পুকুরে পড়ে কিশোরীর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ১০:১৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে পুকুরে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কিশোরীর নাম জান্নাতুল মাওয়া ইশা (১৫)। সে সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার মো. ইউসুফের কন্যা। পারিবারিক সূত্রে জানা যায়, ইশা শারীরিক প্রতিবন্ধী। সে গত ২০ নভেম্বর বিকালে খেলার ছলে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুরে সে মারা যায়।সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তোফায়েল আহমেদ বলেন, থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআবেদনের সময় বাড়ল ৭ ডিসেম্বর পর্যন্ত
পরবর্তী নিবন্ধফটিকছড়ি গ্রামার স্কুলে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ