পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

বাঁশখালী ও আনোয়ারা

বাঁশখালী ও আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১০:৩৬ পূর্বাহ্ণ

বাঁশখালী ও আনোয়ারায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, গতকাল সোমবার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় পুকুরে ডুবে মো. আফনান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়। সকাল ১০টার দিকে সমদ আলী সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু আফনান ওই এলাকার সৌদি প্রবাসী জামাল উদ্দিনের ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ ও পরিবার সূত্রে জানা যায়, শিশু আফনান উঠানে খেলছিল। কিন্তু পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। এর আগে শেখেরখীল ইউনিয়নের শেখেরখীল গ্রামে হাবিবা মনি (২) নামে আরেক শিশু পানিতে ডুবে মারা যায়। গত শনিবার এ ঘটনা ঘটে। হাবিবা মনি সাতকানিয়া থেকে শেখেরখীলে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনোয়ারা প্রতিনিধি জানান, উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে মো. তাহমিদ (২) নামে অপর এক শিশু পুকুরে ডুবে মারা যায়। গতকাল সকাল সাড়ে ১১টায় শিশুটিকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য আবদুল আজিজ বলেন, ৭নং ওয়ার্ডের সরকার হাট এলাকার বাসিন্দা মুহাম্মদ এনামুল হকের পুত্র মো. তাহমিদ। পরিবারের সদস্যদের আগোচরে বাড়ির পুকুরে পড়ে যায় সে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় দুই পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
পরবর্তী নিবন্ধলড়াই চালিয়ে যেতে চাই : পরীমনি