পুকুরে ডুবে শিশু মৃত্যু রোধে বাঁশখালীতে সালমা-আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় মাসব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এই ক্যাম্পেইনের সমাপনী আয়োজন হিসেবে গতকাল এক বর্ণাঢ্য র্যালি ও সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঁশখালী গার্লস ডিগ্রী কলেজ মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন সালমা আদিল। মঈনুল আজীমের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন পবিত্র হজের খুতবার বাংলা অনুবাদকারী হিসেবে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী হাফেজ মাওলানা ড. শোয়াইব রশীদ মাক্কী। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ আইয়ুব, বাঁশখালী গার্লস ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহীন আকতার, বাঁশখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ফরহাদ উদ্দিন চৌধুরী, রহিমা গুলশান, এডভোকেট রাশেদ হামিদ চৌধুরী সায়মন, সাংবাদিক কল্যাণ বড়ুয়া প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন আরকানুল ইসলাম, সমাপনী বক্তব্য রাখেন রিয়াজুল হক রিফাত। এতে ক্যাম্পেইনে অংশগ্রহণকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ অনুভূতি ব্যক্ত করেন। এ সময় মাসব্যাপী এই ক্যাম্পেইনে অবদান রাখার স্বীকৃতি হিসেবে অংশগ্রহণকারী ৩০ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধির হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সালমা আদিল বলেন, ৩০টি সংগঠনের কর্মীরা অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার সাথে কাজ করে এই ক্যাম্পেইনকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। শিশু মৃত্যু নিয়ে সচেতনতার ডাক দিয়ে তারা একটি ইতিবাচক জাগরণ সৃষ্টি করেছে।