পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৭:৩১ পূর্বাহ্ণ

আনোয়ারায় পুকুরে ডুবে আশির আব্বাস আওসাফ () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকালে চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। শিশুটি দক্ষিণ জেলা যুবলীগ নেতা ও আনোয়ারা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এম আলী আব্বাসের পুত্র।

জানা যায়, শিশু আশির বাড়ির উঠানে খেলার সময় এক ফাঁকে সকলের অগোচরে পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর, পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শিশু আওসাফের মৃত্যুতে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি

অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, চাতরী ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম নুরুল ইসলাম ও সহসভাপতি খালেদ মনছুর গভীর শোক ও সমবেদনা জানান।

পূর্ববর্তী নিবন্ধএক হাজার খামারে আছে ৪২ হাজার পশু
পরবর্তী নিবন্ধরামুতে নির্মিত হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার