পুকুরে ডুবে যাচ্ছিল বন্ধু, বাঁচাতে গিয়ে কিশোরের মৃত্যু

সীতাকুণ্ডে ডোবায় পড়ে প্রাণ গেল শিশুর

আজাদী ডেস্ক | শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:০৩ পূর্বাহ্ণ

ফটিকছড়ি ও সীতাকুণ্ডে শিশুকিশোরসহ দুইজনের মৃত্যু হয়েছে। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার পৃথক স্থানে এ ঘটনা ঘটে। ফটিকছড়িতে পুকুরে ডুবে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারায় এক কিশোর। অন্যদিকে সীতাকুণ্ডে ডোবায় পড়ে মারা যায় শিশুটি। ফটিকছড়ি প্রতিনিধি জানান, ফটিকছড়িতে বন্ধুকে পুকুর থেকে টেনে তুলতে গিয়ে নিজেই পানিতে ডুবে মারা গেলেন দশম শ্রেণির শিক্ষার্থী নাহিদুল ইসলাম (১৬)। বৃহস্পতিবার উপজেলার বাগানবাজার ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। নিহত নাহিদ বাগান বাজার উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী এবং একই এলাকার কামাল উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করে বাগান বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঈমাম উদ্দিন বলেন, বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বিদ্যালয়ের অদূরে একটি ছোট পুকুরে সাঁতার কাটছিলো। এ সময় তার মধ্যে একজন পানিতে ডুবে যাচ্ছিল। তখন নাহিদ তাকে বাঁচাতে গিয়ে পানিতে নিখোঁজ হয়। পরে অন্যান্য শিক্ষার্থীরা বিষয়টি আমাদের জানালে আমরা সেখানে যায় এবং রামগড় ফায়ার সার্ভিসের টিমও সেখানে উপস্থিত হন। নিখোঁজের কিছুক্ষণ পর ওই শিক্ষার্থীর মৃতদেহ পাওয়া যায়।

সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ডে ডোবার পানিতে পড়ে মো. আলিফ নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বাড়ির পাশের ডোবায় পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার সোনইছড়ি শীতলপুরের বগুলা বাজার এলাকার মো. সুমনের ছেলে।

জানা যায়, বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে পরিবারের অজান্তে খেলারত অবস্থায় আলিফ বাড়ির পেছনের একটি ডোবায় পড়ে যায়। এদিকে তার পরিবারের সদস্যরা তাকে এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করার পর তাকে ডোবা থেকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আলিফের বাবা সুমন জানান, বেশকিছু দিন যাবত তারা বগুলা বাজার এলাকার পূর্বপাশে খাজনার বিনিময়ে অন্যের জায়গায় ঘর তৈরি করে বসবাস করে আসছেন। বুধবার বিকেলে আলিফ ঘরের পিছনে ডোবায় পড়ে পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পরে তাকে ডোবা থেকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎক তাকে মৃত ঘোষণা করে। তবে সুমনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাপুর।

পূর্ববর্তী নিবন্ধজাতিসংঘে তিন নাশকতার তদন্ত দাবি ট্রাম্পের
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে দুই আইসক্রিম কারখানা মালিককে জরিমানা