পুকুরে ডুবে কিশোর মৃগী রোগীর মৃত্যু

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৬ এপ্রিল, ২০২১ at ৬:৪২ পূর্বাহ্ণ

মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনায় পুকুরে গোসল করতে নেমে মোহাম্মদ সাকের উল্লাহ (১৮) নামে এক কিশোর মৃগী রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৪ এপ্রিল রাতে ৮ টায় এ ঘটনা ঘটে। সাকের ওই গ্রামের রশিদ মিয়ার পুত্র।
নিহতের দাদা সুলতান আহমদ বলেন, মোহাম্মদ সাকের উল্লাহ সন্ধ্যার আগে বাড়ির পার্শ্ববর্তী বড় পুকুর নামক পুকুরে গোসল করতে নামে। তার মৃগীরোগ থাকায় আমি তাকে পুকুর থেকে ওঠে যেতে বকাঝকা করি। সে কিছুক্ষণের মধ্যে পুকুর থেকে ওঠে গেলেও আমি নামাজ পড়তে চলে যাবার পর আবারও পুকুরে নামে। পরে দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় তার বাবা রশিদ মিয়া ও প্রতিবেশী লোকজন পুকুরে খোঁজ নিতে গিয়ে দেখে ঘাটে ছেলের পরনের কাপড় ও মোবাইল ফোন আছে কিন্তু ছেলে নেই। তাৎক্ষণিক পুকুরে নেমে তল্লাশি করলেও ছেলের সন্ধান মেলেনি। অবশেষে রাত ৮ টায় সাকেরের লাশ উদ্ধার করা হয়।
নিহতের মা-বাবাও জানান, সাকের উল্লাহ মৃগী রোগে আক্রান্ত ছিল। তার দাদা ও প্রতিবেশী চাচার বাধা উপেক্ষা করে পুকুরে গোসল করতে নামার পর মৃগী রোগের উদ্রেক হাওয়ায় তার মৃত্যু ঘটে।

পূর্ববর্তী নিবন্ধ২০ মে থেকে সাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধ
পরবর্তী নিবন্ধসোনাদিয়া থেকে অস্ত্রসহ ৬ জলদস্যু গ্রেপ্তার