পুকুরে ডুবে কন্যা, খাল পার হতে গিয়ে শিশুর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ৯ এপ্রিল, ২০২১ at ৬:২১ পূর্বাহ্ণ

বাঁশখালীর সরল ও কাথরিয়ায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বাঁশখালীর সরল ইউনিয়নের মিনজীরিতলা গ্রামে পানিতে ডুবে তাহমিনা (১৬ মাস বয়সী) নামের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় প্রতিবেশি ও বাঁশখালী হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে সরল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মিনজিরিতলা গ্রামের আনোয়ার হোসেনের শিশু কন্যা তাহমিনা বাড়ির উঠানে খেলা করছিল। মা কাজে ব্যস্ত থাকায় কিছুক্ষণ পরে মেয়ের খোঁজ করে না পেয়ে বাড়ির পাশে পুকুরে খুঁজতে গেলে সেখানে লাশ দেখতে পায়। সেখান থেকে উদ্ধার করে মেয়েকে বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে বাঁশখালী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবরিনা জাহান মিলি তার মৃত্যু নিশ্চিত করেন। তিনি আরো বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। অপরদিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের মানিকপাঠান গ্রামে বৃহস্পতিবার সাঁকো দিয়ে খাল পার হতে গিয়ে পারভেজ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে কাথরিয়ার মানিক পাঠান এলাকার কামাল হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা জানান, সকালে পারভেজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলো। সারাদিন খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাতটার দিকে পাশ্ববর্তী কাথরিয়া সোনাইছড়ী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমামুনুলভক্ত আরেক ছাত্রলীগ নেতার পদ গেল
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে বৈসাবী হবে ঘরোয়া আকারে