পুকুরে ডুবে এবার প্রাণ গেল আপন দুই বোনের

বাঁশখালীতে একদিনে তিন শিশুর মৃত্যু

| বুধবার , ১১ মে, ২০২২ at ৫:৩৫ পূর্বাহ্ণ

বাঁশখালী প্রতিনিধি
রোববার বিকেলে পুকুরিয়া ইউনিয়নস্থ শঙ্খ নদে ডুবে প্রাণ হারায় আপন দুই ভাই। এর ৪৮ ঘণ্টা না পেরোতেই বাঁশখালীতে এবার পুকুরে ডুবে মৃত্যুবরণ করল আপন দুইবোন। তারা হল কাথরিয়া ইউনিয়নের বাঘমারা এলাকার মো. রেজাউল করিমের দুই কন্যা জোবাইদা সুলতানা (৬) ও সানজিদা সুলতানা (৪)। গতকাল মঙ্গলবার দুপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে তাদের মর্মান্তিক মৃত্যু হয়। একইদিন দুপুরে বাঁশখালী পৌরসভার উত্তর জলদী নেয়াজর পাড়া এলাকার মো. হামিদ উল্লাহর কন্যা দেড়বছর বয়সী মোবাশশিরী হুবাইফা বাড়ির পাশে পুকুরে ডুবে মারা যায়। বাঁশখালীতে হঠাৎ পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কাথরিয়া ইউনিয়নের বাঘমারা এলাকায় মো. রেজাউল করিমের দুই কন্যা জোবাইদা সুলতানা ও সানজিদা সুলতানা বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের সদস্যরা তাদের নিথর দেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। অপরদিকে একই সময় বাঁশখালী পৌরসভার উত্তর জলদী নেয়াজর পাড়া এলাকা থেকে ১ বছর ৮ মাস বয়সী শিশু কন্যা মোবাশশিরী হুবাইফার মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে স্বজনরা। মোবাশশিরী বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী মো. হামিদ উল্লাহ বাদশাহর দ্বিতীয় কন্যা।
এর আগে গত রোববার বিকেলে শঙ্খ নদের পানিতে ডুবে পুকুরিয়া ইউনিয়নের মো. সাজ্জাদের দুই শিশুপুত্র মো. শাহেদ (৭) ও মো. রাজীবের (৬) মৃত্যু হয়। সম্প্রতি বাঁশখালীর বিভিন্নস্থানে পুকুরের ও খালে নদীতে ডুবে আশংকাজনক হারে মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, ছোট বাচ্চাদের সাঁতার শেখানোসহ তাদের ব্যাপারে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

পূর্ববর্তী নিবন্ধবিক্ষোভ দমাতে গুলির নির্দেশ শ্রীলঙ্কায়
পরবর্তী নিবন্ধসাকিবের করোনা, ছিটকে গেলেন চট্টগ্রাম টেস্ট থেকে