পুকুরের মাটি যাচ্ছিল ইটভাটায়, অভিযানে ২ ডাম্পার জব্দ

চন্দনাইশের ঘটনা, জরিমানা

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৪:৫৪ পূর্বাহ্ণ

চন্দনাইশে পুকুরের মাটি কেটে ইটভাটায় সরবরাহের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি ডাম্পার জব্দ করা হয়েছে। এ ঘটনায় অবৈধ মাটি কাটার অপরাধে সংশ্লিষ্টদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা এ অভিযান পরিচালনা করেন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দোহাজারী পৌরসভার জামিজুরী এলাকায় কবরস্থান ভরাটের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পুকুর খননের আবেদন করা হলেও, চূড়ান্ত অনুমোদন পাওয়ার আগে খনন কার্যক্রম শুরু করে মাটি ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল। বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনুমতিবিহীনভাবে পুকুর খনন ও মাটি পরিবহনের প্রমাণ পাওয়ায় দুটি ডাম্পার জব্দ করা হয় এবং একটি স্কেভেটর বিকল করা হয়। একই সঙ্গে মাটি কাটায় জড়িত ব্যক্তিদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কেবল আবেদন করলেই কেউ আইন ভঙ্গ করতে পারে না। কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া পুকুর খনন ও মাটি পরিবহন সম্পূর্ণ বেআইনি। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমাটির ১২ ফুট নিচের পাইপ লাইন ফুটো করে বিপিসির তেল চুরি
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম, ভারতীয় নাগরিকসহ আটক ৭