পুকুরিয়া-তুলাতলী পল্লীমঙ্গল সমিতির অভিষেক

| বুধবার , ৪ জানুয়ারি, ২০২৩ at ৬:৩৭ পূর্বাহ্ণ

সাতকানিয়া-বাঁশখালী উপজেলার পুকুরিয়া-তুলাতলী বণিকপাড়ার পল্লীমঙ্গল সমিতির নবগঠিত কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠান গত ৩০ ডিসেম্বর দুর্গা বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অজিত চৌধুরী। লিটন ধরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ১নং পুকুরিয়া ইউপি সদস্য মো. ফারুকজ্জামান, ১নং চরতি ইউপি সদস্য মো. আবদুল মালেক সিকদার, বীর মুক্তিযোদ্ধা মাস্টার শহিদুল্লা প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে পল্লীমঙ্গল সমিতির উপদেষ্টা মণ্ডলীর উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন নেতৃত্ব স্থানীয় সদস্যবৃন্দ, পাড়ালিয়াবাসীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবগঠিত কমিটির সভাপতি অজিত চৌধুরী ও সাধারণ সম্পাদক অজয় ধরকে আগামী তিন বছরের (২০২২-২০২৫) জন্য পল্লীমঙ্গল সমিতির দায়িত্ব হস্তান্তর করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগে পুলিশ শুনলে মানুষ ভয় পেত, এখন ভরসা পায়
পরবর্তী নিবন্ধকক্সবাজারের উন্নয়নে ১০টি প্রকল্প প্রণয়ন করা হয়েছে