বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নে ৩ হাজার দুস্থ, অসহায় ও গরীব পরিবার ঈদ উপলক্ষে পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার তাদের হাতে উপহার তুলে দেন পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসহাব উদ্দিন। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত ওই উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন পুকুরিয়া ইউনিয়নের ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল করিম, ইউনিয়ন পরিষদের সচিব নোভেল ভট্টাচায, সংরক্ষিত মহিলা সদস্য রায়ান জান্নাত, জাহানারা বেগম, কানেতুল জান্নাত, ইউপি সদস্য হাবিবুর রহমান, এমদাদুল্লাহ, মনিরুল মান্নান প্রমুখ।
পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসহাব উদ্দিন বলেন, সরকারিভাবে পুকুরিয়ায় ২ হাজার ৭ শত ৭১ জনের তালিকা করা হয়েছে। আরও ২শত ২৯ জনকে আমার ব্যক্তিগত তরফ থেকে মিলিয়ে সর্বমোট ৩ হাজার পরিবারকে ১০ কেজি চাল ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি