বাঁশখালী পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৫, ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের কর্মী সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে।
নাটমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলীর সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম।
বিশেষ অতিথি ছিলেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাঁশখালী যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ, বাঁশখালী মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রয়ান জনআত, ওলামা লীগের সভাপতি মৌলানা আকতার হোসেন। বক্তব্য রাখেন ফরিদ আহমদ মেম্বার, মওলানা নেজাম উদ্দীন, আকবর আলী, মো. ইফনুচ, মো. ওসমান, সেলিম হায়দার সোহান, আবদু সবুর, মাহফুজুল হক, মো. এনামুল হক, মোহাম্মদ আলী প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ মুসলিম লীগের জন্মের মাধ্যমে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এ সংগঠনের নেতা কর্মীরা বঙ্গবন্ধুর নেতৃত্বে ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১’র মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ৭৫’র পটপরিবর্তনের পর বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় মানুষের অধিকার আদায়ের সংগ্রামের নেতৃত্ব দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দান করেন।
উদ্বোধক খোরশেদ আলম বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কোনো অপশক্তি ঠেকাতে পারবে না। আগামীতে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগকে ঢেলে সাজিয়ে সংগঠনকে মজবুত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।