পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দীনের বিরুদ্ধে ৮ মেম্বারের অনাস্থা

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ মার্চ, ২০২৪ at ৭:৩৮ পূর্বাহ্ণ

বাঁশখালীর উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসহাব উদ্দীনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উল্লেখ করে ৮ জন ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব দিয়েছেন। একইসাথে দ্রুত তাঁর অপসারণের দাবি জানিয়ে গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তারা লিখিত অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন। অনাস্থার বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্যগণের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চেয়ারম্যান আসহাব উদ্দীন নামে বেনামে বহিরাগতদের জন্ম নিবন্ধন সনদ প্রদান ও ভোটার হতে সহযোগিতা করা, আনুমানিক প্রায় ২৬০০ নতুন ভোটারের প্রতিজন থেকে ৬০০ টাকা হারে মোট আনুমনিক ১৫ লাখ টাকা আদায় করেন, ৫নং ওয়ার্ডের ওমর আলী সড়কের ইট আত্মসাৎ, পরিষদের সদস্যদের না জানিয়ে বিভিন্ন নামে বেনামে প্রকল্প দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হতে বরাদ্দকৃত সাবমার্সিবল পাম্প ইউপি সদস্যদের না জানিয়ে সরকারি নিয়ম না মেনে পছন্দনীয় ব্যক্তিকে কাজ দেয়া, ট্রেড লাইসেন্স, বিভিন্ন প্রত্যয়নপত্র, বিভিন্ন ছাড়পত্র হতে আদায়কৃত অর্থ আত্মসাৎ করা, বিভিন্ন সভার স্বাক্ষর জাল করে রেজুলেশন করা, প্যানেল চেয়ারম্যান গঠন না করাসহ আবেদনের ছয়মাস পরেও যাবতীয় আয়ব্যয়ের হিসাব না দেওয়ার অভিযোগ তোলা হয়।

এ সব ঘটনায় ক্ষুদ্ধ হয়ে ইউপি সদস্য মনির উদ্দীন, রয়ন জন্নাত, মোহাম্মদ এমদাদ উল্লাহ, মোহাম্মদ ইউনুছ, হাবিবুর রহমান, আমজাদ হোসেন, মোহাম্মদ ফারুকুজ্জামান, মামুনুর রশীদ অনাস্থা দিয়েছেন। তারা অবিলম্বে ‘দুর্নীতিবাজ’ চেয়ারম্যানের অপসারণের দাবি জানান। এ ব্যাপারে জানার জন্য

পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসহাব উদ্দীন বলেন, আইন সবার জন্য সমান, কেউ অন্যায় করলে তার শাস্তি পেতে হবে, আমি করলেও। তিনি বলেন, আমি কি ভোটার বানাতে পারি ? কেউ যদি আমার বিরুদ্ধে ‘মিথ্যা’ অভিযোগ দিয়ে থাকে তারও যথাযথ বিচার হবে বলে তিনি অভিমত প্রকাশ করেন।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, ইউপি সদস্যদের দেওয়া অভিযোগ এখন হাতে পাইনি। হাতে পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবড় জয়ে সমতায় ফিরল টাইগাররা
পরবর্তী নিবন্ধপাঁচ কনস্টেবলসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ