বাঁশখালীর পুকুরিয়া আনছারুল উলুম ফাযিল ডিগ্রি মাদ্রাসার ৭৫তম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে মাদ্রাসা প্রাঙ্গনে শুরু হয়ে দিনব্যাপী চলে এ সভা। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও কক্সবাজারের এএসপি এম আবুল কালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা আবু তাহের। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ দিদারুল আলম চৌধুরীর সঞ্চলনায় এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর মাওলানা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর এসিসটেন্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি আবু তাহের বলেন, বিদ্যা মানে জ্ঞান, শিক্ষা মানে আচরণে পরিবর্তন। সব শিক্ষাই বিদ্যা কিন্তু সব বিদ্যা শিক্ষা নয়; যদি তা কার্যকরী বা বাস্তবায়ন করা না হয়। জ্ঞান যেকোনো মাধ্যমেই অর্জন করা যায়, অধ্যয়ন জ্ঞানার্জনের একটি পন্থা মাত্র। অধ্যয়ন তথা জ্ঞানচর্চা বা বিদ্যার্জন সব সময় শিক্ষার সমার্থক নয়। বর্তমান সরকারকে মাদ্রাসা শিক্ষার প্রসারে এবং যুগোপযোগী সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য আহবান জানাই। প্রধান অতিথি আবু তাহের বলেন, ইসলাম শিক্ষার উদ্দেশ্য হলো আদম সন্তানকে মানুষরূপে গড়ে তোলা। যে শিক্ষা আত্মপরিচয় দান করে, মানুষকে সৎ ও সুনাগরিক হিসেবে গঠন করে এবং পরোপকারী, কল্যাণকামী ও আল্লাহর প্রতি অনুরাগী হতে সাহায্য করে, সে শিক্ষাই প্রকৃত শিক্ষা।
সভায় আরো উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো. ফারুক উজ্জামান, মাদ্রাসার গভর্নিং বডির সহ সভাপতি আবদুল হাকিম তালুকদার, কবির আহমেদ তালুকদার, শাহ আলম কোম্পানি, মোকাররম আহমেদ চৌধুরী, ডা. জামাল ও শওকত আলী প্রমুখ। সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।