পুঁজিবাজার নিয়ে গুজব উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৯ মে, ২০২২ at ৭:৪৪ পূর্বাহ্ণ

রাশিয়া ইউক্রেন যুদ্ধ, শ্রীলংকার বিপর্যয়সহ বৈশ্বিক অর্থনীতির নানা সংকটের মাঝে দেশের পুঁজিবাজারকে ঘিরে শুরু হয়েছে গুজব। গুজবে গুজবে পুঁজিবাজারে টালমাটাল অবস্থা তৈরি হয়েছে। অথচ সংশ্লিষ্টরা এসব গুজবের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করে পুঁজিবাজার নিয়ন্ত্রণে সরকারের যুগোপযোগী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে ফ্লোর প্রাইজ বেঁধে দেয়ার আহ্বান জানিয়েছেন বিনিয়োগকারীরা। গতকাল বুধবার তৃতীয় দিনের মতো দরপতনের ঘটনায় বিনিয়োগকারীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলেছেন, বাজার ঠিকভাবে রক্ষা করতে না পারলে দেশের অর্থনীতিতে মারাত্মক সংকট তৈরি হবে।

সূত্র বলেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেশের পুঁজিবাজারে প্রভাব ফেলতে শুরু করলেও বাজার বেশ ঘুরে দাঁড়াচ্ছিল। তবে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবির ঋণ সমন্বয়ের কারণে শেয়ার বিক্রি করতে বাধ্য হওয়ায় বহু বিনিয়োগকারী অনিচ্ছা সত্ত্বেও শেয়ার বিক্রি করতে বাধ্য হয়েছেন। এতে বাজারে বেশ প্রভাব পড়ে। এর সাথে বৈশ্বিক অর্থনীতির নানা সমীকরণেও উদ্বিগ্ন হয়ে উঠেন অনেকেই। অবশ্য ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও আইসিবির বৈঠক করে ব্যাংক ঋণ পরিশোধের সময় পিছিয়ে দেয়ার প্রক্রিয়া শুরু করেছেন বলে জানানো হয়েছে। একইসাথে পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিল থেকে আইসিবিকে আরও টাকা দেয়া হবে বলেও আশ্বাস দেয়া হয়েছে।

এসব ইতিবাচক খবরে মাঝেও গুজব রটছে যে, অনেকেই শেয়ার বিক্রি করে ডলার কিনছেন। বিশেষ করে ডলারের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে এই ধরনের গুজব তৈরি হয়েছে বলে উল্লেখ করে পুঁজিবাজার সংশ্লিষ্ট একাধিক সূত্র বলেছে, বাজারে এত ডলার কই? কার্ব মার্কেটে দু’চারশ ডলার পেতে হিমশিম খেতে হচ্ছে। তাছাড়া ডলারের এই দাম ঠিক কতদিন থাকে তাতে বিরাট অনিশ্চয়তা রয়েছে। এই ধরনের অনিশ্চয়তার মাঝে কেউ ডলার কিনতে যাওয়ার মতো বোকামি করছেন না বলেও তারা মন্তব্য করেন।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলেছেন, বাজার পরিস্থিতি খারাপ। এই সময় ধৈর্ষ ধরে পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সাথে সরকারকে বাজার পরিস্থিতির উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ফ্লোর প্রাইজ বেঁধে দিয়ে ইতোপূর্বে সুফল মিলেছিল। এবারও ফ্লোর প্রাইজ বেঁধে দিলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। সাময়িকভাবে হলে ফ্লোর প্রাইজ বেঁধে দেয়ার পাশাপাশি বাজারে তহবিল বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিশেষজ্ঞ বলেন, বাজার নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সূচক কমেছে, তবে তা উদ্বিগ্ন হওয়ার মতো নয় বলেও তারা মন্তব্য করেন।

পূর্ববর্তী নিবন্ধপুঁজিবাজার নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে বিমানের ক্লিনার গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকে পাবে প্রেমিকাকে-এ নিয়েই মারামারি