দ্বিতীয় ধাপে ২৩ কোম্পানির বেঁধে দেওয়া সর্বনিম্ন শেয়ারদর বা ‘ফ্লোর প্রাইস’ তুলে দেওয়ার পর সকালের ধাক্কা কাটিয়ে আগের দিনের মতো দিন শেষে সূচক ঊর্ধ্বমুখীই ছিল; লেনদেনও বেড়ে হয়েছে আট মাসের সর্বোচ্চ। গতকাল মঙ্গলবার দিনের শুরুর প্রথম কয়েক মিনিটে সূচক কমে যায় ২৫ পয়েন্টের মতো, পরে অনেক শেয়ার হারানো দর ফিরে পেতে শুরু করলে সূচক ঘুরতে থাকে। শেয়ার কেনার পরিমাণ বাড়তে থাকলে লেনদেনেও গতি আসে। প্রথম আধা ঘণ্টায় প্রধান পুঁজিবাজার ডিএসইতে লেনদেন হয় ১৯৭ কোটি টাকা। পরের পৌনে এক ঘণ্টাতেও সূচক ও লেনদেন বাড়তে থাকে সমানতালে। সোয়া এক ঘণ্টা পর সূচকের সেই ধারা বজায় থাকেনি। অনেকেই মুনাফা তুলে নেওয়া শুরু করলে বিক্রি চাপে সূচক কমে যায়।