সিএসইতে এনআরবি ব্যাংকের লেনদেন গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) তার ঢাকাস্থ অফিসে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ স্বাগত বক্তব্যে বলেন, পুঁজিবাজারে ইতিমধ্যে ৩৪টি ব্যাংক রয়েছে এবং এনআরবি ব্যাংক লিস্টিং–এর মাধ্যমে ৩৫টি ব্যাংক পুঁজিবাজারে লিস্টেড হলো। ব্যাংক সব সময়ই বিনিয়োগকারীদের কাছে একটি আস্থা ও বিশ্বস্ত প্রতিষ্ঠান, আশা করছি এনআরবি ব্যাংকও সেই আস্থা ও বিশস্ততা বজায় রাখার প্রত্যয়ে কাজ করবে।
এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মেদ মাহতাবুর রহমান বলেন, আমরা পুঁজিবাজার এবং এর বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বস্ততার যথাযথ প্রতিফলনের জন্য বদ্ধ পরিকর। আমরা স্টক এক্সচেঞ্জ এবং রেগুলেটরের সাথে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী।
অনুষ্ঠানে আরো উপস্থিত এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, মোহাম্মেদ জামিল ইকবাল, বোর্ড এর অন্যান্য সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (সিসি) মো. শাকির আমিন চৌধুরী এবং ডেপুটি ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, চিফ ফিনান্সিয়াল অফিসার, সুজন বড়ুয়া, কোম্পানি সেক্রেটারি, মো. রেজাউল করিম।
এছাড়া আরো ছিলেন এনআরবি ব্যাংক সিকিরিউটিজ পিএলসির চেয়ারম্যান শাব্বির আহমেদ চৌধুরী, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলামগির, সিএসইর ডেপুটি জেনারেল মানেজার হাসনাইন বারি, শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্টের মো. আলামগীর হোসেইন, সেটকম–এর স্বদেশ রঞ্জন সাহা, এফসিএ, এফসিএস এবং সিএসইর অন্যান্য কর্মকর্তাগণ। প্রেস বিজ্ঞপ্তি।