পুঁজিবাজারে লেনদেনের সময়ও বাড়ল দুইদিন

আজাদী ডেস্ক | সোমবার , ১২ এপ্রিল, ২০২১ at ৬:৩০ পূর্বাহ্ণ

কঠোর লকডাউন শুরুর আগের দুইদিন সোম এবং মঙ্গলবার দেশের পুঁজিবাজারে লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। গতকাল রোববার রাতে বাংলাদেশ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার বিএসইসির মুখপাত্র রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। ‘সোম এবং মঙ্গলবার পুঁজিবাজারে লেনদেন শুরু হবে সকাল দশটায়, শেষ হবে দুপুর সাড়ে ১২টায়,’ বলেন তিনি। ওই দুইদিন ব্যাংক লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়ানোয় পুঁজিবাজারে লেনদেনের সময়ও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিএসইসি। সাধারণ সময় সকাল ১০ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হলেও চলমান লকডাউনের মধ্যে ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে পুঁজিবাজারে ১০-১২টা লেনদেন হচ্ছিল। কঠোর লকডাউন শুরুর আগের দুইদিন- সোম ও মঙ্গলবারের জন্য ব্যাংক লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এই দুইদিন ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত।
এদিকে বিএসইসি এর নির্দেশনা অনুযায়ী ব্যাকিং কার্যক্রমের সাথে মিল রেখে চিটাগাং স্টক এঙচেঞ্জ লি. (সিএসই) এর লেনদেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আজ থেকে লেনদেনের সময় হবে সকাল ১০টা হতে সাড়ে ১২টা পর্যন্ত। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই সময়সূচি অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকা ছিনতাই
পরবর্তী নিবন্ধটেকনাফে হেফাজত নেতা ফাহিম আটক