সপ্তাহের প্রথম দিনের লেনদেনে সূচক কমেছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে। গতকাল রোববার ঢাকার পুঁজিবাজারের সূচক প্রায় শূন্য দশমিক ৭৮ শতাংশ কমেছে। এই পতন শতাংশের হিসাবে গত আড়াই মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে এর চেয়ে বেশি ডিএসই সূচক কমেছিল চলতি বছরের ২৭ জুন। সেদিন সূচকে ১ দশমিক ৬৪ শতাংশ হারিয়েছিল ডিএসই। রোববার পতনের আগে আট দিন টানা বেড়েছিল ডিএসই সূচক। এই সময়ে সূচকে যোগ হয়েছিল ৪৩৫ পয়েন্ট বা ৬ দশমিক ৩৮ শতাংশ। রোববার লেনদেনের শুরুর প্রথম ঘণ্টায় ডিএসই সূচক আগের দিন থেকে ৭৫ পয়েন্ট বেড়ে যায়। এর পরে ক্রমাগত কমতে থাকে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএঙ আগের দিন থেকে ৫৬ দশমিক ৬৫ পয়েন্ট কমে ৭ হাজার ২০২ দশমিক শূন্য ৯ পয়েন্টে অবস্থান নিয়েছে। এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় দশমিক ৪৪ শতাংশ বা ১১ কোটি ৮২ লাখ টাকা বেড়েছে। ঢাকায় এদিন ২ হাজার ৭০৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ২ হাজার ৬৯৫ কোটি ৫৮ লাখ টাকা। রোববার বাংলাদেশের প্রধান পুঁজিবাজারে ৬৯ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। লেনদেন হয়েছে ৩৭৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ২৬১টির, অপরিবর্তিত রয়েছে ৩২টির। খবর বিডিনিউজের।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ দশমিক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৭৫ দশমিক ৯৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৯ দশমিক শূন্য ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৩৮ দশমিক ১০ পয়েন্টে। লেনদেনের শীর্ষ ৫ কোম্পানি : বেঙ্মিকো, বেঙ্মিকো ফার্মা, স্কয়ার ফার্মা, লংকাবাংল এবং বিএটিবিসি। দাম বাড়ার তালিকায় শীর্ষ ৫ কোম্পানি : উত্তরা ফাইনান্স, নিটল ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ন্যাশনাল হাউজিং এবং কোহিনূর কেমিক্যালস। সবচেয়ে বেশি দর হারানো ৫ কোম্পানি : মিথুন নিটিং, শ্যামপুর সুগার মিল, বিচ হ্যাচারি, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ এবং অ্যালটেঙ। এদিন চট্টগ্রামের পুঁজিবাজারে প্রধান সূচক সিএএসপিআই ১৪৬ দশমিক ৭৫ পয়েন্ট কমে অবস্থান নিয়েছে ২০ হাজার ৯৮৪ দশমিক ৬৪ পয়েন্টে। রোববার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১৮ দশমিক ১৩ শতাংশ বা ১৭ কোটি ৫৪ লাখ টাকা বেড়েছে। মোট ১১৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৯৬ কোটি ৭৩ লাখ টাকা। সিএসইতে ৩৩০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।