পুঁইছড়ি সংরক্ষিত বনাঞ্চলে গাছ কাটার সময় ধৃত ১

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১ এপ্রিল, ২০২২ at ৬:৫০ পূর্বাহ্ণ

বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া বনবিটের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে গাছ কাটার সময় মো. আলম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বনবিভাগের টহলদল। পরে তার বিরুদ্ধে সুনিদিষ্ট মামলা সহ আদালতে সোর্পদ করে। আটক মো. আলম (৩৫) পুঁইছড়ি ইউনিয়নের পুর্ব পুঁইছড়ি এলাকার আবুল কাসেমের পুত্র। জানা যায়, বাঁশখালীর জলদী অভয়ারন্য রেঞ্জের নাপোড়া এলাকায় বনবিট কর্মকর্তা মো. মিজানুর রহমানের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার ভোরে পাহাড়ি এলাকায় টহল দেওয়াকালে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে গাছ কাটার সময় মো. আলম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় আরো কয় জন পালিয়ে যায় বলে জলদী অভয়ারন্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান। এ ব্যাপারে বন আইনে মামলা পুর্বক আসামিকে আদালতে সোর্পদ করা হয় ।

পূর্ববর্তী নিবন্ধ৮৮ বছর পর তারাবির নামাজ হবে যে মসজিদে!
পরবর্তী নিবন্ধআবৃত্তি, গণ সঙ্গীত ও পথ নাটক প্রদর্শনী