পুঁইছড়ি বহদ্দার হাট বেইলি ব্রিজে গাড়ি আটকে ভোগান্তি

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২০ জুলাই, ২০২১ at ৭:২৫ পূর্বাহ্ণ

বাঁশখালী প্রধান সড়কের পুঁইছড়ি বহদ্দার হাট বেইলি ব্রিজে গতকাল সোমবার সকালে গাড়ি আটকে দীর্ঘ ভোগান্তির শিকার হয়েছে সাধারণ যাত্রীরা। উপজেলা প্রশাসন ও সওজের দায়িত্বশীল কর্মকর্তাদের পাঁচ ঘন্টার প্রচেষ্টায় যানজট নিরসন হয়েছে। তবে স্থায়ী কোন সমাধান না হওয়ায় বাঁশখালী হয়ে পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া কঙবাজারগামী যাত্রীদের ঈদযাত্রায় নানাভাবে ভোগান্তির কারণ হয়ে দাড়াঁতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করেন। বিগত কয় মাস আগেও মালবাহী ট্রাকসহ পুঁইছড়ি বহাদ্দার হাট ব্রিজটি ভেঙে পড়ে। গত ফেব্রুয়ারি মাসে বাঁশখালীর প্রধান সড়কের পুঁইছড়ি বহাদ্দার এলাকার গোবিন্দ খালের উপর দীর্ঘ ৬০ ফুট ব্রিজ নির্মাণ কাজ শুরু করে ঠিকাদার। এ গুরুত্বপূর্ণ ব্রিজটি নির্মাণ করার জন্য ঠিকাদারের মাধ্যমে কাজ শুরু করলেও পাশে গাড়ি চলাচলের জন্য যে বেইলি ব্রিজ দিয়েছে তাতে অতিরিক্ত ওজনের গাড়ি চলাচল ও বৃষ্টির কারণে গর্ত সৃষ্টি হওয়ায় সেখানে গতকাল সোমবার সকালে একটি ট্রাক আটকে যায়। এরপর দুই পাশে কয়েকশত গাড়ি আটকা পড়ে যায়। দীর্ঘ যানজটে পড়া জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাযহারুল ইসলাম চৌধুরী, বাঁশখালী থানা পুলিশ ও সওজের দায়িত্বশীল কর্মকর্তারা দীর্ঘ সময় প্রচেষ্টার পর গাড়ি চলাচল শুরু হলেও সড়কের গর্তে দেওয়া বালি ও মাটি অতিরিক্ত গাড়ি চলাচলের ফলে আবারো গর্তের সৃষ্টি হয়। স্থানীয় সিএনজি চালক কামাল উদ্দিন বলেন, সামান্য বৃষ্টি হলে বেইলি ব্রিজ চলাচলের অযোগ্য হয়ে যায়। তাছাড়া অতিরিক্ত ওজনের গাড়ির কারণে চলাচলে সমস্যা হচ্ছে বলে তিনি জানান।
এ ব্যাপারে সওজের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, বেইলি ব্রিজে যে ওজনের গাড়ি চলাচল করার কথা তার চেয়ে বেশি ওজনের গাড়ি চলাচল ও বৃষ্টির কারণে মাটি সরে যাওয়ায় গাড়ি আটকে যানজট সৃষ্টি হলেও তা অল্প সময়ের মধ্যে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া যেখানে ব্রিজ নির্মাণের কাজ চলছে সেখানে প্রতিনিয়ত জোয়ার ভাটার কারণে কাজ বন্ধ রাখতে হচ্ছে, ফলে পড়তে হচ্ছে সমস্যায়। আমাদের চেষ্টার কোন ধরনের ক্রটি নেই বলে তিনি জানান। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, পুঁইছড়ি বহদ্দারহাট ব্রিজে ভারী ট্রাক বিকল হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সহকারী কমিশনার (ভূমি) বাঁশখালীর নেতৃত্বে প্রায় ৫ ঘন্টার প্রচেষ্টায় যানবাহন চলাচলের উপযোগী করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারের অবহেলার কারণে যাত্রী সাধারণ ভোগান্তি পোহাচ্ছে বলে তিনি জানান ।

পূর্ববর্তী নিবন্ধশিকারপুর ইউপিতে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধলকডাউনে চামড়ার আড়ত ও ট্যানারি খোলা রাখার দাবি