বাঁশখালীতে জলদী অভয়ারণ্য রেঞ্জের পুঁইছড়ি বন বিভাগের সংরক্ষিত এলাকায় বনের জায়গা দখল করে নির্মাণ করা পাকা বাড়ি ভেঙে দিয়েছে প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকনের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, বাঁশখালী থানা পুলিশ, উপজেলা ভূমি অফিস ও বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় ও বনবিভাগ সূত্র জানায়, আব্দুল মান্নান নামের এক ব্যক্তি বনের সংরক্ষিত এলাকায় বাড়ি নির্মাণ শুরু করলে বনবিভাগ একাধিকবার অভিযান চালিয়ে মামলাও দেওয়া হয়। তথাপি তিনি বাড়ি নির্মাণ অব্যাহত রাখেন।
জলদী অভয়ারণ্যে রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, বন বিভাগের সংরক্ষিত বন ভূমি ২.৫ খানি বা ৫০ গন্ডা জায়গা দখল করে বাড়ির নির্মাণ কাজ চালানো হচ্ছিল। তাদের বেশ কয়েকবার বাধা দিয়েছি এবং মামলাও দিয়েছি। কিন্তু তারা গায়ের জোরে কাজ চালিয়ে যাচ্ছেন। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ভাবে গড়ে তোলা বাড়িটি ভেঙে দিয়ে সরকারি বনের জায়গা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা বলে জানান তিনি। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকন জানান, পর্যায়ক্রমে বনের এলাকায় গড়ে তোলা সব স্থাপনা ভেঙে দেওয়া হবে।










