বাঁশখালী থানা পুলিশের অভিযানে হত্যা ডাকাতিসহ বিভিন্ন মামলার পলাতক আসামি মো. হোসাইন ডাকাত প্রকাশ বক্কাইয়্যা (৪৮) আটক করেছে। থানা পুলিশের এএসআই আব্দুল খালেকের নেতৃত্বে পরিচালিত অভিযানে। সে পুঁইছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মধ্যম পুঁইছড়ি এলাকার মৃত আব্দুল মাবুদের পুত্র।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রেজাউল করিম মজুমদার রবিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামি মো. হোসাইন ডাকাত প্রকাশ বক্কাইয়্যাকে আটক করা হয়েছে পরে গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়। সে দীর্ঘদিন যাবৎ পলাতক থেকে নানা অপরাধ করে আসছিল বলে জানান তিনি ।