পুঁইছড়ি রাধাকৃষ্ণ সেবাশ্রম বিগ্রহের ধমর্ সম্মেলনে

| শনিবার , ২ মার্চ, ২০২৪ at ৭:১৪ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার পুঁইছড়ি রাধাকৃষ্ণ সেবাশ্রম বিগ্রহের উদ্যোগে ৪৭তম সার্বজনীন মহোৎসব দু’দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচির মধ্যদিয়ে গত ২২ ফেব্রুয়ারি সেবাশ্রম প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানসূচির মধ্যে ছিলমহাশোভাযাত্রা, পুরস্কার বিতরণ, মহতী ধর্মসম্মেলন, অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ ও প্রসাদ আস্বাদন। ধর্মসম্মেলনে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন রনজিৎ কুমার সিকদার। পুঁইছড়ি রাধাকৃষ্ণ সেবাশ্রম বিগ্রহের সভাপতি ডা. কানুরাম দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্যামল দাশ। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক আশীষ চক্রবর্তী।

বিশেষ ধর্মীয় আলোচক ছিলেন অধ্যাপক বাবুল কুমার দেব (বাবলা) ও অধরলাল চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জুয়েল সিকদার, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সহকারি অধ্যাপক তাপস দে, সাংবাদিক রাহুল দাশ (নয়ন), বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্ত্তী (মানিক), মাস্টার সমীর সিকদার, শ্যামল সুশীল প্রমুখ।

সাংগঠনিক সম্পাদক আকাশ সুশীলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডা. নির্মল কান্তি সুশীল। গীতাপাঠ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন অধরলাল চক্রবর্তী।

প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি রাজীব গুহ। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর সুশীল, শিক্ষক সুজন দেব, পিন্টু দাশগুপ্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন নীতি পরিবর্তনে উন্নয়ন অংশীদারত্ব
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটির মিয়াখাঁন নগর ইউনিটের স্মরণসভা