পীস রোটারী ক্লাবের বিশেষ সভা

| সোমবার , ৬ ডিসেম্বর, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম পীস রোটারী ক্লাবের নিয়মিত ও বিশেষ সভা ক্লাব সভাপতি রোটারিয়ান আরিফ শাহরিয়ারের সভাপতিত্বে গত শনিবার স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামাবাদ রোটারী ক্লাবের প্রাক্তন সভাপতি সাংবাদিক ওসমান গনি মনসুর। সভায় স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরীকে সম্মানিত করা হয়।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান জাহেদা আকতার মিতা, ডেপুটি গভর্নর রোটারিয়ান নুর-এ-আলম সিদ্দিকী, এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান আবদুল মামুন বাহার, অতীত সভাপতি রোটারিয়ান খায়ের আহমেদ, আইপিপি রোটারিয়ান এম এস জাহাঙ্গীর, রোটারিয়ান জাহাঙ্গীর আলম মিয়া, রোটারিয়ান মফিজুর রহমান, রোটারিয়ান আলী নিজাম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যাণ সমিতির সভা
পরবর্তী নিবন্ধইলিশ মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে