ঢাকা ও চট্টগ্রামের জশনে জুলুছের নেতৃত্ব দিতে গতকাল ৩১ আগস্ট বিকালে আওলাদে রাসূল পীর আল্লামা সৈয়্যদ সাবির শাহ (মা.জি.আ.) ঢাকায় পৌছেন। এসময় হুজুর কেবলার সফরসঙ্গী ছিলেন আওলাদে রাসুল শাহজাদা সৈয়্যদ কাসেম শাহ ও শাহজাদা সৈয়্যদ মেহমুদ শাহ (মা.জি.আ.)। বিকালে ঢাকা হজরত শাহ্জালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দর ও মোহাম্মদপুর খানকা শরীফে আওলাদে রাসুলদের বরণ করেন আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (সাকের), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ঢাকা আনজুমানের সভাপতি হাজী মোহাম্মদ শহীদ উল্লাহ, সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান, জয়েন্ট সেক্রেটারি আবদুল মালেক বুলবুল, ফাইন্যান্স সেক্রেটারি শোয়েবুজ্জামান চৌধুরী তুহিন, সদস্য মুহাম্মদ তৌফিক আনোয়ার, আনজুমানের মুখপাত্র এড. মোছাহেব উদ্দিন বখতিয়ারসহ গাউসিয়া কমিটি বাংলাদেশ’র নেতৃবৃন্দ এবং অজস্র পীরভাই ও আশেকানবৃন্দ।
উল্লেখ্য, আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আওলাদে রাসূল,পীরে বাঙাল, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী, সাহেবজাদা হযরতুলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী ও সাহেবজাদা হযরতুলহাজ্ব সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী ৩ সেপ্টেম্বর ঢাকায় পবিত্র ঈদ–এ মিলাদুন্নবী সাল্ল্ল্ল্লাল্ল্ল্ল্লাহু আলাইহি ওয়াসাল্ল্ল্ল্লাম’র জশ্নে জুলুছে এবং ৬ সেপ্টেম্বর চট্টগ্রামের ঐতিহাসিক জশনে জুলুছে ছদারত করবেন। প্রেস বিজ্ঞপ্তি।