পীর আল্লামা সাবির শাহ্‌ আজ আসছেন

শনিবার চট্টগ্রামে ঐতিহাসিক জশনে জুলুছ

| বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৫৯ পূর্বাহ্ণ

আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবারও ১২ রবিউল আউয়াল, ৬ সেপ্টেম্বর, শনিবার চট্টগ্রামে বিশ্বের সর্ববৃহৎ জশনে জুলুছে ঈদএ মিলাদুন্নবী (.)-এ নেতৃত্ব দিতে আজ চট্টগ্রামে আসছেন আনজুমান ট্রাস্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, আওলাদে রাসুল, পীরে বাঙাল, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌ (মা.জি.), সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্‌ (মা.জি.) এবং সাহেবজাদা সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ্‌ (মা.জি.)। আজ বিকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের পৌছার কথা রয়েছে। উল্লেখ্য, আওলাদে রাসূলগণের ছদারতে গতকাল বুধবার ঢাকার মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসা হতে জশনে জুলুছ শুরু হয়ে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্‌রাসা ময়দানে মাহফিল অনুষ্ঠিত হয়। এ বিশাল জুলুছ ও মাহফিলে ঢাকাচট্টগ্রামসহ সারাদেশের নবীপ্রেমিকদের ঢল নামে।

ঢাকার জুলুছ শেষে হুজুর কেবলার সফরসঙ্গী হিসেবে চট্টগ্রামে আসছেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪ হাজার এএসআই নিয়োগ নির্বাচনের আগে : আইজিপি
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু