হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় শুভাগমন অর্থাৎ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্ল্লাল্ল্ল্লাহু আলাইহি ওয়াসাল্ল্ল্লাম উপলক্ষে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকা শাখার ব্যবস্থাপনায় আজ বুধবার ঢাকায় প্রতিবছরের ন্যায় এবারও জশনে জুলুস বের হবে। এতে ছদারত করবেন আওলাদে রাসূল, রাহনুমায়ে শরিয়ত ও তরিক্বত, হাদীয়ে দ্বীন ও মিল্লাত, পীরে বাঙাল, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী। এবারের জুলুসে তাঁর সাথে আরও দুইজন আওলাদে রাসূল সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী ও সাহেবজাদা সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ্ মাদ্দাজিল্লুহুল আলীকে পেয়ে নবীপ্রেমিকরা আনন্দিত। সর্বস্তরের নবীপ্রেমিক–ওলীপ্রেমিকদের এ জুলুসে যোগদানের আহ্বান জানিয়েছেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, ঢাকা আনজুমানের সভাপতি হাজী মোহাম্মদ শহীদ উল্লাহ, সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান এবং ট্রাস্টের অন্যান্য নেতৃবৃন্দ।
জুলুসের রোডম্যাপ : সকাল ১০ টায় ঢাকা মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা হতে শুরু হয়ে শাহজাহান রোড–ইকবাল রোড–মোহাম্মদপুর পোস্ট অফিস মোড় হয়ে মোহাম্মদপুর টাউনহল, বাস স্ট্যান্ড, নূরজাহান রোড, কেন্দ্রীয় কলেজ মোড় ঘুরে শিয়া মসজিদ, রিং রোড, আদাবর সম্পা মার্কেট থেকে ইউটার্ন নিয়ে সাফরা মসজিদ টিক্কাপাড়া–পুনরায় কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা ময়দানে জমায়েত, মাহফিল এবং নামাজে জোহর ও দো’য়া অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।